বৃহস্পতিবার ৯ জানুয়ারি ২০২৫ ২৪ পৌষ ১৪৩১
 

ব্যাংকের ১৮০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে দেশবন্ধু গ্রুপ    জানা গেলো বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান    ভারতকে দেওয়া চিঠির জবাব আমরা এখনো পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা    নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা    সৌদিতে ভয়াবহ বন্যায় রেড এলার্ট জারি    সাবেক এমপি শফিউল ইসলাম গ্রেপ্তার    লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন খালেদা জিয়া   
বিয়ানীবাজার পুলিশের অভিযানে ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার ৫
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ২:৫৩ অপরাহ্ন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে থানা পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশনায় ১০ পিস ইয়াবাসহ দুবাগের জামিল হোসেন (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর দুবাগের মৃত নাজিম মিয়ার ছেলে। 

এছাড়াও পৃথক মামলায় সাজা পরোয়ানাভূক্ত আসামী ফয়সল আহমদ (৩৪)কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি খশির আব্দুল্লাহপুর এলাকার মৃত হাজী জমির উদ্দিনের ছেলে। 

অপর অভিযানে উত্তর দুবাগের লুতু মিয়া (২৮) ও শাকিল মিয়া (১৯) এবং গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী বারইগ্রামের আপ্তাব আলীর ছেলে রায়হান (৩০), বাহাদুরপুর বাউটুলী এলাকার আকল আলীর ছেলে বলাই হোসেন (৩৫), দক্ষিণ পাড়িয়াবহরের আমীন আলীর ছেলে বুরহান উদ্দিন (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের এ অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ উজ্জামান।

অভিযানে নেতৃত্ব দেন এসআই সৌরভ সাহা, এসআই নাজমুল হক মামুন, এসআই আশরাফুল সিকদার, এএসআই রিপন মিয়া, এএসআই মোজাম্মেল হক।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ উজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft