প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ২:৫০ অপরাহ্ন
গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বেথুড়ী ইউনিয়নের রামদিয়া বাজারে অগ্নিকান্ডে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গতকাল শনিবার রাত সাড়ে এগারোটার দিকে জেবা ইলেকট্রিকস্ অ্যান্ড মোল্লা ডেকরেটর নামে একটি দোকানে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন ওই দোকানের সব কিছু ভস্মীভূত করে দেয়।
দোকান মালিক জিয়াউর রহমান মোল্লা বলেন, আগুন কিভাবে লেগেছে তা বলতে পারবোনা। তবে আমি রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর স্থানীয় একজনের কাছ থেকে মোবাইল ফোনে খবর পেয়ে রামদিয়া বাজারে আমার দোকানের সামনে গিয়ে দেখি আগুনে সবকিছু পুড়ে গেছে। দোকানে বৈদ্যুতিক সরঞ্জামাদি, ডেকরেটর সার্ভিসের মালামাল, সেনেটারি সামগ্রীসহ অন্যান্য প্রায় এক কোটি টাকার মালামাল ছিলো। অগ্নিকান্ডে সব পুড়ে ছাই হয়ে গেছে।
আগুন লাগার খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো: এসকেন্দার শেখের নেতৃত্বে একটি সহায়ক দল কাশিয়ানি ফায়ার সার্ভিসের মুল দলকে আগুন নেভাতে সাহায্য করে বলে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।