বৃহস্পতিবার ৯ জানুয়ারি ২০২৫ ২৪ পৌষ ১৪৩১
 

ব্যাংকের ১৮০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে দেশবন্ধু গ্রুপ    জানা গেলো বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান    ভারতকে দেওয়া চিঠির জবাব আমরা এখনো পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা    নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা    সৌদিতে ভয়াবহ বন্যায় রেড এলার্ট জারি    সাবেক এমপি শফিউল ইসলাম গ্রেপ্তার    লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন খালেদা জিয়া   
ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যা চেষ্টা, মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকীকে হত্যা চেষ্টার ঘটনায় দোষীদের ধরতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

আজ মঙ্গলবার দুপুর ১২টায় বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে শহরের নতুন বাসষ্ট্যান্ডে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা।

এসময় জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খন্দকার রাসেদুজ্জামান বলেন, সোমবার সন্ধ্যায় মসজিদ থেকে নামাজ শেষে বের হবার সময় ৫/৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের সভাপতির উপর হামলা করে। প্রশাসন ৭২ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে ৩ তারিখ থেকে জেলার সব গণপরিবহন বন্ধ করে দেয়ার ঘোষনা দেয়া হয়।

এই ঘটনায় রাতে জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী কোতয়ালী থানায় মামলা দায়ের করে।

এসময় বক্তব্য দেন জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বজলুর রশীদ, কার্যকরী সভাপতি আনিসুর রহমান, সহ-সভাপতি আসাদুর রহমান খান, যুগ্মসাধারণ সম্পাদক রাজিবুল হাসান সুজন, জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, জেলা আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মানা, সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা মটর ওয়ার্কার্স ইউনিয়নের (১০৫৫) সভাপতি কামাল মাতুব্বর, সাধারণ সম্পাদক নাজমুল হক তারা সহ অন্যান্যরা।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় গোয়ালচামট মডেল মসজিদ থেকে নামাজ শেষে বের হবার সময় ৫/৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তার চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে অপর মুসুল্লি রেজাউল করিম সজল নামের এক লোক আহত হয়। রিপন সেক ও সোহাগ হাওলাদার নামের দুই জনকে আটক করেছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft