প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
টাঙ্গাইল মির্জাপুর পৌর এলাকায় ফাসিতে ঝুলে সোহান(২১) নামে এক যুবক ঝুলন্ত লাশ উদ্ধার। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাইমহাঢী এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত সোহান ঢাকা উওরা বাউনিয়া স্থানীয় শুকুর আলীর ছেলে। সোহান মির্জাপুর পৌর এলাকায় ৬নং ওয়ার্ড় বাইমহাঢী আদালত পাড়ায় আজগর আলীর বিল্ডিংয়ে ভাড়ায় দুইভাইয়ে মোজ্জাফরে একটি ছোট গেন্জির কারখানায় কাজ করিত।
কারখানায় আরেক শ্রমিক আলী হোসেন জানান, মঙ্গলবার বিকেলে পাশের রুমে কাজ শেষ করে, আমি বাড়িতে ফিরবো মালিকের কাছে হাজিরা চাইতে গেলে বলে তুমি একটু সোহানকে ডেকে আনো, আমি অনেক ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে, দক্ষিণ পাশে জালানা দিয়ে সোহানকে ঝুলন্ত অবস্থায় দেখিতে পাই। পরে আমার ডাক চিৎকার পাশের লোকজন আসলে তাহার মা ও বোন মিলে দরজা খুলে সোহানে লাশ উদ্ধার করে, পুলিশে খবর দেই।