বৃহস্পতিবার ২ জানুয়ারি ২০২৫ ১৮ পৌষ ১৪৩১
 

ব্যাক টু ব্যাক হার শাকিবের ঢাকার    ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭.৭২ শতাংশ    ইতিহাস গড়লেন তাসকিন    এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ    টিসিবির জন্য ২৮৪ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার    ট্রাম্পের হোটেলের সামনে বিস্ফোরণে নিহত ১    ভ্যাট বাড়লেও নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা   
ইথিওপিয়ায় যাত্রীবাহী ট্রাক নদীতে পড়ে নিহত ৭১
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ২:১৭ অপরাহ্ন

আজ সোমবার দক্ষিণ সিদামার আঞ্চলিক সরকারের মুখপাত্র এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। এই বিবৃতির বরাত দিয়ে দুর্ঘটনার বিষয়টি জানিয়েছে রয়টার্স।

স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) আঞ্চলিক যোগাযোগ ব্যুরোর পক্ষ থেকে দেওয়া অপর এক বিবৃতিতে জানানো হয়, বোনা জেলায় এই দুর্ঘটনা ঘটেছে।

সিদামা প্রাদেশিক সরকারের মুখপাত্র ওসেনইয়েলেহ সিমিয়ন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৮ জন পুরুষ ও তিন জন নারী।

তিনি আরও জানান, 'পাঁচ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে'। এর আগে প্রাদেশিক যোগাযোগ ব্যুরো জানিয়েছিল, নিহতের সংখ্যা ৬০।

সিমিয়ন জানান, সামনে সেতুতে ওঠার কথা থাকলেও তা না করে ট্রাকটি নদীতে পড়ে যায়। তিনি উল্লেখ করেন, সড়কটিতে অনেক আঁকাবাঁকা ছিল।

যাত্রীদের অনেকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল। অনেকেই তাদের পরিবারের একাধিক সদস্যকে হারিয়েছেন, জানান সিমিয়ন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ট্রাকটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হয়েছিল, যা দুর্ঘটনার কারণ হতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft