প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ২:১৭ অপরাহ্ন
আজ সোমবার দক্ষিণ সিদামার আঞ্চলিক সরকারের মুখপাত্র এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। এই বিবৃতির বরাত দিয়ে দুর্ঘটনার বিষয়টি জানিয়েছে রয়টার্স।
স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) আঞ্চলিক যোগাযোগ ব্যুরোর পক্ষ থেকে দেওয়া অপর এক বিবৃতিতে জানানো হয়, বোনা জেলায় এই দুর্ঘটনা ঘটেছে।
সিদামা প্রাদেশিক সরকারের মুখপাত্র ওসেনইয়েলেহ সিমিয়ন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৮ জন পুরুষ ও তিন জন নারী।
তিনি আরও জানান, 'পাঁচ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে'। এর আগে প্রাদেশিক যোগাযোগ ব্যুরো জানিয়েছিল, নিহতের সংখ্যা ৬০।
সিমিয়ন জানান, সামনে সেতুতে ওঠার কথা থাকলেও তা না করে ট্রাকটি নদীতে পড়ে যায়। তিনি উল্লেখ করেন, সড়কটিতে অনেক আঁকাবাঁকা ছিল।
যাত্রীদের অনেকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল। অনেকেই তাদের পরিবারের একাধিক সদস্যকে হারিয়েছেন, জানান সিমিয়ন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ট্রাকটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হয়েছিল, যা দুর্ঘটনার কারণ হতে পারে।