প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৬:০২ অপরাহ্ন
গোপালগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা শহরে বর্নাঢ্য শোভাযাত্রা বের করে জেলা ছাত্রদল।
শোভাযাত্রায় জেলা ছাত্রদল সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, সাধারন সম্পাদক তাসবীর হাসান,সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলী, যুগ্ম সাধারন সম্পাদক সাব্বির হোসেন সাগর প্রমুখ অংশ নেন ।
এছাড়াও বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য ডা.কেএম বাবর, সদস্য অ্যাড.তৌফিকুল ইসলাম,এম.মাহাবুব আলী সোহেল,জেলা বিএনপি সদস্য জিয়াউল কবীর বিপ্লব,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, জেলা যুবদল সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাসেকুজ্জামান পলাশ,সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেনিন, সাধারন সম্পাদক ফজলুল কবীর দ্বারা প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।