রোববার ৫ জানুয়ারি ২০২৫ ২০ পৌষ ১৪৩১
 

এ বছরই লিভারপুল ছাড়বেন সালাহ    বরিশালের জামাই হচ্ছেন তাহসান    ‘শেখ হা‌সিনা‌কে ফেরতের বিষয়ে এখনও প্রতি‌ক্রিয়া জানায়‌নি ভারত’    ছাত্রদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল    ভারত থেকে রোববার দেশে ফিরছেন ৯০ জেলে    আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে: প্রধান উপদেষ্টা    পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় শাস্তি হবে ট্রাম্পের!   
ইউক্রেনিয়ান যুবক প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায়
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে বিষ্ণুপুর ইউনিয়ন কালাছড়া গ্রামের মেয়ে বৃষ্টি আক্তার এবং ইউক্রেনের যুবক অ্যান্দ্রো প্রকিপের (বর্তমানে মোহাম্মদ) ভালোবাসার গল্প এখন এলাকার আলোচনার কেন্দ্র বিন্দু। দুই বছরের প্রেমের সম্পর্ক, যা শুরু হয়েছিল ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে, শেষ পর্যন্ত ছয় হাজার কিলোমিটার দূরত্ব এবং ভিন্ন ধর্ম-বর্ণের বাধা অতিক্রম করে বিয়েতে পূর্ণতা পেয়েছে।

গতকাল সোমবার ৩০ ডিসেম্বর বিষ্ণুপুর ইউপি'র কালাছড়া গ্রামে এ দম্পতির দেখা মেলে, প্রকিপ বিগত ১৯ ডিসেম্বর বাংলাদেশে এসে মুসলিম রীতি নীতি অনুযায়ী বৃষ্টিকে বিয়ে করেন এবং তার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নিয়েছেন মোহাম্মদ। 

কালাছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে বৃষ্টি জানান, প্রকিপের প্রতি তার বিশ্বাস ও ভালোবাসা তাদের একত্রিত করেছে। তিনি বর্তমানে স্বামীর সঙ্গে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

প্রকিপও বিয়ের ব্যাপারে নিজের খুশি ও সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি জানান, মুসলিম হওয়ার ইচ্ছা এবং বৃষ্টির প্রতি ভালোবাসা তাকে বাংলাদেশে আসতে অনুপ্রাণিত করেছে। প্রকিপ বলেন, বাংলাদেশ তার খুবই ভালো লেগেছে এবং এখানকার মানুষদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, এই দম্পতির প্রেমের গল্প এলাকায় বেশ সাড়া ফেলেছে। দূর-দূরান্ত থেকে অনেক মানুষ তাদের দেখতে আসছেন এবং সবাই তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রোওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ভালোভাবে জানার জন্য লোক পাঠিয়েছি তাদের বিয়ের কাবিন, পাসপোর্ট, ভিসা সবকিছু ঠিক আছে কিনা খোঁজখবর নিচ্ছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft