প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম ফারুক (৬০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আজ রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ফারুক মাস্টার উপজেলার পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি তরগাঁও ইউনিয়নের মৈশন গ্রামের সুলতান মুক্তারের ছেলে।
নিহতের ভাই নুরুল ইসলাম ফরিদ জানান, আজ দুপুরে আমার ভাই মোটরসাইকেল যোগে স্কুল থেকে বাড়ী ফেরার পথে ঢাকা কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধলাগর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস অনন্যা পরিবহনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।অনন্যা বাসটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।