প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
বেনাপোল-ঢাকা ও খুলনা-ঢাকা রুটে সম্প্রতি চালু হওয়া আন্ত:নগর ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন দুটির গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলস্টেশনে স্টপেজ দাবী করেছে মুকসুদপুরবাসী।
আজ রোববার সকাল সাড়ে দশটার দিকে কুমার নদের তীর ঘেষা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা এবং ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলার কয়েক লক্ষাধিক জনসাধারণকে ট্রেন সেবা থেকে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে সর্বস্তরের জনগণ । প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মুকসুদপুর কলেজ মোড়ে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু,পৌর বিএনপির সভাপতি মিন্টু শরীফ প্রমুখ। বক্তারা মুকসুদপুরে আন্ত: নগর ট্রেন বিরতির গুরুত্ব তুলে ধরেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।