প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৩১ অপরাহ্ন
কুড়িগ্রামের চর রাজিবপুরে সদর ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) রাজিবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বেলা ১১ টায় অসহায় দুঃস্থ, বয়স্ক, প্রতিবন্ধী ৩০০ ব্যক্তির মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) বিতরণের সময় উপস্থিত ছিলেন- রাজিবপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস ইউপি সচিব নুরুন্নবী এবং ইউপি সদস্যবৃন্দ।
শীতবস্ত্র পেয়ে অসহায়, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের বেশ উচ্ছ্বসিত। শীতবস্ত্র (কম্বল) পেয়ে কুলছুম বেগম জানান, (শীতের মধ্যে অনেক কষ্ট পাইতাম গায়ে শীত লাগত এহন কম্বল পাইছি আর শীত লাগবো না)
রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) প্রাথমিকভাবে ৩০০ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হলো। পর্যায়ক্রমে রাজিবপুর ইউনিয়নের সব অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে। আমাদের কার্যক্রম চলমান কেউ বাদ যাবে না ইনশাআল্লাহ।