বুধবার ৮ জানুয়ারি ২০২৫ ২৪ পৌষ ১৪৩১
 

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ    শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল    প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক     বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া    খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রস্তুতি, নিরাপত্তা জোরদার    কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা    পরিবারসহ নাফিজ সারাফতের ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ   
৯ ম্যাচে সাড়ে তিন পয়েন্ট পেয়েছে দাবাড়ু মনন রেজা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৩০ অপরাহ্ন

প্রথম বাংলাদেশী হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় ৯ ম্যাচে সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন ওপেন বিভাগে বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা। নারী বিভাগে চ্যাম্পিয়ন নোশিন আনজুমের পয়েন্ট আট ম্যাচে আড়াই।

মনন এরই মধ্যে দুজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন। বৃহস্পতিবার পঞ্চম রাউন্ডে হারান অস্ট্রিয়ার গ্র্যান্ডমাস্টার হোরভাথ ডোমিনিককে। গতকাল শুক্রবার নবম রাউন্ডে হারিয়েছেন জার্মানির গ্র্যান্ডমাস্টার ডেনিস ওয়াগনারকে। ১৮০ জন দাবাড়ুর মধ্যে ১৫১ নম্বরে আছেন আন্তর্জাতিক মাস্টার মনন। নারী বিভাগে নোশিন ১১০ জনের মধ্যে ১০১-এ আছেন। ওয়ার্ল্ড র‍্যাপিড দাবা শেষ হচ্ছে আজ। এরপর একই ভেন্যুতে শুরু হবে ব্লিটস।

বৃহস্পতিবার র‍্যাপিড বিভাগের খেলা শুরু হয়। র‍্যাপিড দাবায় ম্যাচের দৈর্ঘ্য ১৫ মিনিট। বাংলাদেশের মনন চতুর্থ রাউন্ডে জিম্বাবুয়ের আন্তর্জাতিক মাস্টার ইউরাজায়েভ মাকোটো রোডওয়েলের সঙ্গে ড্র করেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যথাক্রমে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার নেস্টেরভ এরসেনি, চিনের আন্তর্জাতিক মাস্টার লোউ ইয়িপিং ও ডেনমার্কের গ্র্যান্ডমাস্টার এন্ডারসেন ম্যাডসের কাছে হেরে যান।

নোশিন চতুর্থ রাউন্ডে উগান্ডার নাইসাঙ্গা শিবা ভ্যালেন্টাইনকে হারিয়ে দেন। প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় রাউন্ডে যথাক্রমে যুক্তরাষ্ট্রের মহিলা গ্র্যান্ডমাস্টার ইউয়ি জেনিফার, কাজাখস্তানের মহিলা গ্র্যান্ডমাস্টার বালাবায়েভা জেনিয়া ও কাজাখস্তানের মহিলা ফিদে মাস্টার নুরগালিয়েভা জারিনার কাছে হেরে যান।

ওপেন বিভাগে ৫৬টি দেশের ১৩৪ জন গ্র্যান্ডমাস্টার খেলছেন, সঙ্গে ৩২ জন আন্তর্জাতিক মাস্টারও। মহিলা বিভাগে ৩৫টি দেশের ২১ জন গ্র্যান্ডমাস্টার, ২৩ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ৩৬ জন আন্তর্জাতিক মাস্টার ও ১০ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার খেলছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft