মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫ ২২ পৌষ ১৪৩১
 

আগামী মাসে প্রতিষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’    অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ    দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ    বাংলাদেশ প্রসঙ্গে সুর পাল্টালেন মমতা    মিরপুরে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট    ফ্ল্যাট বিতর্কে পদত্যাগের চাপে টিউলিপ সিদ্দিক    বেশ কয়েকজন বিচারপতির অনিয়ম পূর্নাঙ্গ তদন্তের নির্দেশ হাইকোর্টের   
বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল ওয়েস্ট ইন্ডিজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৬:৫০ অপরাহ্ন

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ নারী দল। আর এই সিরিজ দুটির সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

আগামী ১৯ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওমেন্স চ্যাম্পিয়নসশিপের অংশ হওয়া সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ টাইগ্রেসদের জন্য। কারণ, এই সিরিজের ফলাফলের ওপর নির্ভর করছে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি।

সবশেষ ওয়ানডে সিরিজে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। এতে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ তাতে খানিকটা সুগম হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের জন্য। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তত দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে।

এমন সমীকরণের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১৯ জানুয়ারি। নিগার সুলতানা, নাহিদা আক্তাররা পরের দুটি ম্যাচ খেলবে ২১ এবং ২৪ জানুয়ারি।

এরপর ২৭, ২৯ এবং ৩১ জানুয়ারি হবে তিনটি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft