বৃহস্পতিবার ২ জানুয়ারি ২০২৫ ১৮ পৌষ ১৪৩১
 

বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশী অনুপ্রবেশের অভিযোগ মমতার    ব্যাক টু ব্যাক হার শাকিবের ঢাকার    ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭.৭২ শতাংশ    ইতিহাস গড়লেন তাসকিন    এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ    টিসিবির জন্য ২৮৪ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার    ট্রাম্পের হোটেলের সামনে বিস্ফোরণে নিহত ১   
ঝিনাইদহে জমিজমা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত ৩
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহটি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে রাব্বি (২৫) নামের এক যুবককে ছু'রিকাঘাত করেছে প্রতিপক্ষরা। 

আজ শনিবার দুপুরে আড়ুয়াকান্দি গ্রামের স্কুল মাঠে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। রাব্বি আড়ুয়াকান্দি গ্রামের আহম্মদ মোল্যার ছেলে। এসময় আরো আহত হয়েছে আহমদ মোল্লা (৬২) ও তার ছেলে আরিফ (৩২)সহ বেশ কয়েকজন।

আহত রাব্বি জানান, আড়ুয়াকান্দি গ্রামের আবুল কাসেম মোল্লার ছেলে ছমির আমাদের জমির উপর বসতবাড়ি নির্মাণ করছে। এ বিষয়ে ঝিনাইদহ আদালতে ১৪৪ ধারা জারি করলে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিবাদী ও স্থানীয়দের অবগত করা হয়। এরই মাঝে আজ শনিবার দুপুরে অতর্কিতভাবে হামলা করে ছমীরের সাথে থাকা আড়ুয়াকান্দি গ্রামের হাবিবুরের ছেলে মেহেদী, একই গ্রামের সিরাজের ছেলে বাধন, উত্তর কাস্টসাগরা গ্রামের হালিমের ছেলে হাকিমসহ বেশ কয়েকজন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন। 

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft