বৃহস্পতিবার ২ জানুয়ারি ২০২৫ ১৮ পৌষ ১৪৩১
 

ব্যাক টু ব্যাক হার শাকিবের ঢাকার    ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭.৭২ শতাংশ    ইতিহাস গড়লেন তাসকিন    এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ    টিসিবির জন্য ২৮৪ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার    ট্রাম্পের হোটেলের সামনে বিস্ফোরণে নিহত ১    ভ্যাট বাড়লেও নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা   
বাউফলে বিএনপির জনসভা অনুষ্ঠিত
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেশবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয়েছে। 

আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় কেশবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জামসেদ মাতব্বরের সঞ্চালনায় ও কেশবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মুন্সি সভাপতিত্বে ওই জনসভা ইউনিয়নের বাজেমহল মাধ‍্যমিক বিদ‍্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর কেশবপুর ইউনিয়নে প্রাণবন্ত দলীয় কর্মসূচী হওয়ায় বিএনপি সমর্থিত নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাউফল উপজেলা বিএনপি আহবায়ক আব্দুল জব্বার মৃধা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি সিকদার , বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন সহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে মনির হোসেন বলেন, শেখ হাসিনাকে ভারত সরকার রক্ষা করতে পারবেনা, এই শেখ হাসিনা বাংলাদেশে ১৬ বছর দুঃশাসন চালিয়েছে, বাংলাদেশর মানুষদের মিথ্যা মামলা সহ গুম খুন করেছে, এই হাসিনা বিএনপির ৬০ হাজার নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়েছে। 

বক্তব্যে তিনি আরো বলেন, এই হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে , বাংলাদেশে আর কোনদিন জায়গা হবে না এবং এই শেখ পরিবারেরও বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার নাই। বিএনপি সরকার বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, আপনারা জানেন অন্তবর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন, আজকে যদি এই অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হয় তবে বাংলাদেশ ব্যর্থ হবে, গণতন্ত্র ব্যর্থ হবে, মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার শেষ করে ২০২৫ এর মধ্যেই জাতীয় নির্বাচন দেবেন। 

জনসভায় মুনির হোসেনের আরো বলেন, আপনারা জানেন, আমি বাউফলের সন্তান। আমি উত্তর বাউফলের সন্তান, আমি রাজনীতি করি নিজের জন্য না, আমি রাজনীতি করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের জন্য। আমি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে ৪২ টি মিথ্যা মামলা খেয়েছি, আমাকে তিন তিনবার জেলে পাঠানো হয়েছে। আপনারা জানেন ২৮ অক্টোবর আমাকে নতুন করে দশটি মামলা দেওয়া হয়েছিল। 

বক্তব্যের শেষে তিনি বলেন, মনোনয়ন পেলে বাউফলকে একটি সুন্দর বাউফল হিসেবে উপহার দিব ইনশাল্লাহ। বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রাখতে ধানের শীষে ভোট দেয়ার জন‍্য সকলকে আহবান জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft