বৃহস্পতিবার ৯ জানুয়ারি ২০২৫ ২৫ পৌষ ১৪৩১
 

চট্টগ্রামে আদালত থেকে হারিয়ে যাওয়া নথি ভাঙারির দোকান থেকে উদ্ধার    সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪    আলিয়া মাদরাসার অস্থায়ী আদালতে আগুন, সড়ক অবরোধ    ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জন নিহত    গুরুতর অপরাধ ছাড়া বাদ পড়া বাকিরা নিয়োগ পাচ্ছেন    ট্রাইব্যুনালে বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ     শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা   
টেস্টে বুমরাহকে একাধিক ছক্কা হাঁকানো দু’ ব্যাটারের একজন ১৯ বছরের তরুণ
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৫:০১ অপরাহ্ন

টেস্ট ক্রিকেটে বোলারদের প্রতি ব্যাটারদের আধিপত্য নতুন কিছু নয়। তবে বিষয়টি একদমই ভিন্ন হয়, যদি বোলারের নাম জাসপ্রিত বুমরাহ। এমনই এক দুর্দান্ত পারফর্মারের বিপক্ষে অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাস নিজের অভিষেক ম্যাচেই ইতিহাস গড়েছেন।  


১৯ বছর বয়সী এই ব্যাটার মেলবোর্ন টেস্টে ভারতের সেরা পেসার বুমরাহকে এক ইনিংসে ২টি ছক্কা হাঁকিয়েছেন, যা তার আগে মাত্র একজন ব্যাটারই করতে পেরেছেন। কনস্টাসের আগে ইংল্যান্ডের জস বাটলার ছিলেন একমাত্র ব্যাটার, যিনি টেস্টে বুমরাহকে একাধিক ছক্কা মেরেছেন। তবে বাটলারকে এটি করতে ১০ ইনিংস খেলতে হয়েছিল, যেখানে কনস্টাস এই কীর্তি গড়েছেন তার অভিষেক টেস্টেই, বুমরাহর মাত্র ৩৩ বল মোকাবিলা করে।  


বুমরাহর প্রথম ওভারগুলোতে কিছুটা সতর্ক ছিলেন কনস্টাস। টেস্ট ক্যারিয়ারের প্রথম ১৮ বল থেকে সংগ্রহ করেন মাত্র ২ রান। কিন্তু এরপরই যেন বদলে যান তিনি। স্কুপ, রিভার্স স্কুপ এবং লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন।  


বুমরাহর চতুর্থ ওভারে স্কুপ করে চার ও ছক্কা মেরে শুরু করেন সাহসী আক্রমণ। ওভারের শেষ বলেও স্কুপে আরেকটি চার। ষষ্ঠ ওভারে বুমরাহকে আরও ১৮ রান দিয়ে চাপে ফেলেন কনস্টাস। এই ওভারে লংঅনের উপর দিয়ে দুর্দান্ত এক ছক্কা হাঁকান তিনি।  


৬৫ বলে ৬০ রানের ইনিংসে কনস্টাস হাঁকান ৬টি চার ও ২টি ছক্কা। এমন সাহসী ইনিংসের জন্য প্রথম দিনের নায়ক হিসেবেই বিবেচিত হয়েছেন তিনি।  

মেলবোর্ন টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেটে তোলে ৩১১ রান। মার্নাস লাবুশেন করেন ৭২ রান এবং স্টিভ স্মিথ অপরাজিত থাকেন ৬৮ রানে। তবে দিন শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন স্যাম কনস্টাস। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft