শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ ২৬ পৌষ ১৪৩১
 

জুমার দিনের গুরুত্বপূর্ণ ৭ আমল    কত টাকা বাড়ছে সিগারেটের দাম    ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ.লীগ: ফখরুল    আমি বনানীতে আছি, আটকের খবর ভুয়া: নিপুণ    হেলসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যে শাস্তি পেলেন তামিম    ইউক্রেন ইস্যুতে বৈঠক করবেন পুতিন-ট্রাম্প    ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৫৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা   
৪৮ ঘণ্টায় ৩ পাকিস্তানি ক্রিকেটার অবসরে
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৩১ অপরাহ্ন

পাকিস্তান ক্রিকেট দলে শুরু হয়েছে অবসরের মিছিল। এবার সে দলে নাম লেখালেন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা ক্রিকেটার মোহাম্মদ ইরফান। অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, তারকা পেসার মোহাম্মদ আমিরের পর এবার ইরফানের অবসর ঘোষণা পাকিস্তান ক্রিকেটে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়। 

গত শুক্রবার বিকেলে আন্তর্জাতিক ক্রিকেটকে দ্বিতীয়বারের মতো বিদায় জানান পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। গত শনিবার তার পথে হাঁটেন পাকিস্তানি তারকা পেসার মোহাম্মদ আমির। তিনিও দ্বিতীয়বারের মতো জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নেন। 

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অবসরের ঘোষণা দেন ইরফান। অবশ্য ৪২ বছর বয়সী এই পেসারের অবসরের ঘোষণা এবারই প্রথম। 

নিজের এক্স হ্যান্ডেলে ইরফান লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সতীর্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, উৎসাহিত করেছেন এবং অবিস্মরণীয় স্মৃতি তৈরি করেছেন, সে জন্য সবাইকে ধন্যবাদ জানাই। যে খেলা আমাকে সব দিয়েছে আমি তাকে সমর্থন করে যাবো এবং উদযাপন করবো।’ 

যদিও ইরফান পাকিস্তানের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ৫ বছর আগে। তাই তার এই অবসরের ঘোষণাটা এক প্রকার আনুষ্ঠানিকতাই। তিন সংস্করণের ক্রিকেটে এই বাঁহাতি পেসার ৮৬ ম্যাচ খেলে ১০৯টি উইকেট নিয়েছেন। ২০১০ এ ইংলিশদের বিপক্ষে ওয়ানডেতে আন্তর্জাতিক পাড়ায় নাম লেখান ইরফান। তবে ক্রিকেট বিশ্বে কাছে নিজের নামের জানান দেন ২০১২-১৩ মৌসুমে ভারত সফরে। সেবার আগুন ঝরানো বোলিংয়ে ধোনি-গম্ভীর-যুবরাজ-কোহলিদের কাঁপিয়ে দেন পাকিস্তানি এই পেসার। আলাদাভাবে নজর কাড়ে তার উচ্চতাও। ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই বোলার আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা ক্রিকেটার। তাই তিনি ‘টাওয়ার অব ক্রিকেট’ নামেও পরিচিত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft