প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৬:০৪ অপরাহ্ন
জাতীয় দলের তরুণ পেসার নাহিদ রানাকে টি-২০ দলে যুক্ত করা হয়েছে। বিসিবি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর তিনটি টি-২০ সিরিজ খেলবে। রানা ওই সিরিজের দলে যুক্ত হলেন।
এর আগে তিনি জাতীয় দলের হয়ে ছয়টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলেছেন নাহিদ রানা। গতির সঙ্গে দারুণ লাইন লেন্থে মন জয় করেছেন ডানহাতি এই পেসার। তবে এখনো তার টি-২০ দলে অভিষেক হয়নি।
এর আগে জাতীয় দলের ক্যারিবীয় কোচ ফিল সিমন্স বলেছিলেন, নাহিদ রানাকে টি-২০ ক্রিকেটে সুযোগ দিয়ে দেখতে চান তিনি।
বাংলাদেশের টি-২০ দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ ইমন, আফিফ হোসেন, মেহেদী মিরাজ, জাকের আলী, শামীম হোসেন, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল ও নাহিদ রানা।