প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৪:৪২ অপরাহ্ন
চিহ্নিত আওয়ামী লীগের দোসর রেজাউল করিম ওরফে প্রিন্সিপাল ডাকাত কর্তৃক অবৈধ অস্ত্র, মাদক, চুরি-ডাকাতি ও জুয়া খেলাসহ বিভিন্ন প্রকার রাষ্ট্র বিরোধী অপকর্মের প্রতিবাদে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসিঘাটে মানববন্ধন হয়েছে।
আজ রোববার দুপুরে ফুলছড়ি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নান্টু'র সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটন, কঞ্চিপাড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান সরকার, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম মন্ডল লিংকনসহ অনেকে।
বক্তারা পুলিশ প্রশাসনের কাছে অবৈধ অস্ত্র, মাদক, চুরি-ডাকাতি ও জুয়া খেলাসহ বিভিন্ন প্রকার রাষ্ট্র বিরোধী অপকর্মের প্রতিকার চান। অন্যথায় ফুলছড়ি থানার ওসির অপসারণসহ আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দিয়ে বক্তব্য রাখেন।