প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৮:২৮ অপরাহ্ন
নওগাঁর রাণীনগর উপজেলার চকের ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের কোরবান আলী ও তার ১০ বছর বয়সী মেয়ে কোহেলী খাতুন। মৃত কোরবান আলী বাকপ্রতিবন্ধি ছিলেন।
রানীনগর থানার ওসি (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া জানান, কোরবান আলী সকালে মেয়েকে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে হন। এরপর সকাল ১০টার দিকে উত্তরবঙ্গগ্রামী একটি ট্রেন চকের ব্রিজ অতিক্রম করার পর লাইনের উপর বাবা ও মেয়ের দ্বিখণ্ডিত লাশ দেখতে পান স্থানীয়রা।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে বাকপ্রতিবন্ধি কোরবান আলী মেয়েকে নিয়ে এক সাথে আত্মহত্যা করে থাকতে পারে। তাদের লাশ উদ্ধার করার জন্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়েছে।