মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস    বৃদ্ধ মজিদের জমি দখল করে কলেজ ক্যাম্পাস নির্মাণ    হাতিয়া ও সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় ২২ জন গ্রেপ্তার    ঘোষণা দিয়ে মাহাবুবুর মোল্লা কলেজে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব: আহত ৪২    কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন    কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের    ১৮১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনশেষ বাংলাদেশের   
নৌবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনাবাহিনী
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮:২৫ অপরাহ্ন

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড কর্পোরেট অ্যামেচার ক্রিকেটের টি-২০ ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শিরোপা নির্ধারনী ম্যাচে দলটি বাংলাদেশ নৌবাহিনীকে ৫ উইকেটে হারিয়েছে।

পুলিশ স্টাফ কলেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নৌবাহিনী নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান করে। বাশার আলী ৪০ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। আলিমুল ইসলামের ব্যাট থেকে আসে ২০ রান। সেনাবাহিনীর হাসান মাহমুদ সৌরভ, আসাদ মিয়া ও নবাব ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন। জবাবে রাহাত মল্লিকের ৩০ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৮.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সেনাবাহিনী। কামরুল হাসান অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন, ফয়সাল কবির করেন ৩৩ রান। রাহাত মল্লিক ম্যাচ সেরা হয়েছেন।

এদিকে টি-৪০ ফরম্যাটের লিগ ম্যাচে শনিবার জয় পেয়েছে সেনা কল্যাণ সংস্থা। বিকেএসপিতে টস জিতে প্রতিপক্ষ বিমান বাহিনীকে ব্যাটিংয়ে পাঠায় সেনা কল্যাণ সংস্থা। বারিউল মুসাব্বির প্রীতম ও আবু সাঈদ কাজীর টাইট বোলিংয়ে ৩২ ওভারে অলআউট হওয়ার আগে ১০৪ করতে পারে বিমান বাহিনী। মোহাম্মদ জুলফিকার সর্বোচ্চ ২৯ রান করেন। তারিকুল ইসলাম সাগর করেছেন ২২ রান। প্রীতম ৪ উইকেট নিয়েছেন ২১ রানে; আবু সাঈদ কাজী ১২ রানে ২ উইকেট নিয়েছেন। জবাবে আহমেদ আমান আবিরের ৪৭ বলে ৫৭ রানের ইনিংসের কল্যাণে ১৮.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সেনা কল্যাণ সংস্থা। ৪ উইকেট নেওয়া প্রীতম ম্যাচ সেরা হয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft