প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮:২৫ অপরাহ্ন
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড কর্পোরেট অ্যামেচার ক্রিকেটের টি-২০ ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শিরোপা নির্ধারনী ম্যাচে দলটি বাংলাদেশ নৌবাহিনীকে ৫ উইকেটে হারিয়েছে।
পুলিশ স্টাফ কলেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নৌবাহিনী নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান করে। বাশার আলী ৪০ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। আলিমুল ইসলামের ব্যাট থেকে আসে ২০ রান। সেনাবাহিনীর হাসান মাহমুদ সৌরভ, আসাদ মিয়া ও নবাব ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন। জবাবে রাহাত মল্লিকের ৩০ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৮.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সেনাবাহিনী। কামরুল হাসান অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন, ফয়সাল কবির করেন ৩৩ রান। রাহাত মল্লিক ম্যাচ সেরা হয়েছেন।
এদিকে টি-৪০ ফরম্যাটের লিগ ম্যাচে শনিবার জয় পেয়েছে সেনা কল্যাণ সংস্থা। বিকেএসপিতে টস জিতে প্রতিপক্ষ বিমান বাহিনীকে ব্যাটিংয়ে পাঠায় সেনা কল্যাণ সংস্থা। বারিউল মুসাব্বির প্রীতম ও আবু সাঈদ কাজীর টাইট বোলিংয়ে ৩২ ওভারে অলআউট হওয়ার আগে ১০৪ করতে পারে বিমান বাহিনী। মোহাম্মদ জুলফিকার সর্বোচ্চ ২৯ রান করেন। তারিকুল ইসলাম সাগর করেছেন ২২ রান। প্রীতম ৪ উইকেট নিয়েছেন ২১ রানে; আবু সাঈদ কাজী ১২ রানে ২ উইকেট নিয়েছেন। জবাবে আহমেদ আমান আবিরের ৪৭ বলে ৫৭ রানের ইনিংসের কল্যাণে ১৮.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সেনা কল্যাণ সংস্থা। ৪ উইকেট নেওয়া প্রীতম ম্যাচ সেরা হয়েছেন।