প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ন
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দ্রুত বাস্তবায়ন চান চাকরি প্রত্যাশিরা। আগামী ২৪ নভেম্বর শাহবাগে সমাবেশের ঘোষণাও দিয়েছেন তারা।
আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মাঠে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। এসময় বিগত সরকারের মতো, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার অভিযোগ তুলেছেন তারা।
এদিকে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেয়ার আগে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। দাবি মেনে না নিলে ক্রমান্বয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ৩৫ প্রত্যাশীরা।
এর আগে গেলো ৫ নভেম্বর সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পরিবর্তন করে ৩২ থেকে ৩৫ করার দাবিতে সরকারকে এক সপ্তাহের আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা। দাবি না মানলে জেলা টু ঢাকা লংমার্চ কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন তারা।
অন্তর্বর্তী সরকার গত ৩০ সেপ্টেম্বর বয়স ৩৫ করার পক্ষে একটি সুপারিশ কমিটি গঠন করে। ওই কমিটি ৭ কর্মদিবসের মধ্যে ছেলেদের ক্ষেত্রে ৩৫ মেয়েদের ক্ষেত্রে ৩৭ সুপারিশ করে উপদেষ্টা কমিটিতে পাঠায়।
এরপর গত ২৪ অক্টোবর কমিটির সিদ্ধান্ত হয়, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ ও বিসিএসে সর্বোচ্চ তিনবার অংশগ্রহণ করা যাবে৷ এরপর ৩১ অক্টোবর সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে বয়সসীমা ৩২ ও বিসিএসে চারবার অংশগ্রহণের সিদ্ধান্ত হয়।
আন্দোলনকারীরা বলছেন, এটি তাদের সাথে একটি প্রহসন। তারা বলছেন, যেহেতু সরকার বিসিএসের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করেছে, তাই আমরা আশা করি বয়সের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করে ৩২ থেকে ৩৫ করে আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।