মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

শাহবাগসহ তিন এলাকায় বিজিবি মোতায়েন    ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ কারাগারে : ভারত সরকারের প্রতিবাদ     বাংলাদেশ সফরে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান    বশেমুরবিপ্রবিতে চলেছে পরিচ্ছন্নতা অভিযান     কোভিড কর্মসূচির ঋণ নিয়ে যুক্তরাষ্ট্রে ৩ বাড়ি কেনার অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে    হিজবুল্লাহর সাথে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১     আইপিএলে দল পাননি ইতিহাসের সেরা অনেক তারকা ক্রিকেটার   
নতুন যুক্ত শিশু অপহরণ: ডাকাতির ঘটনায় উদ্বেগে মানুষ
খন্দকার হানিফ রাজা
প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ন

বিগত কয়েক দিনে দেশব্যাপী কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুইজনকে হত্যা ও ৮ মাস বয়সী এক কন্যা শিশুকে অপহরণ করেছে ডাকাত দল। যদিও আজিমপুর থেকে ডাকাতির সময় অপহরণ করা ৮ মাসের শিশু কন্যা আরিসা জান্নাত জাইফাকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার ও ঘটনায় জড়িত পরিকল্পনাকারী মোছা. কাপলা আক্তারকে গ্রেপ্তার করছে র‍্যাব। ডাকাতরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে গেলেও এবারই প্রথম ডাকাতি করে কোন শিশুকে অপহরণ করলো ডাকাত দল। এতে করে উদ্বেগ প্রকাশ করেছেন মানুষ।

জানা যায়, রাজধানীর ধানমন্ডিতে গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ধানমন্ডির ৮/১-এর  ২৯৪/১ নম্বর বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতিতে বাধা দেয়ায় ডাকাতের ছুরিকাঘাতে খুন হন প্রবাসী চিকিৎসক কে এম আব্দুর রশিদ (৮৫) ও আহত হন তার স্ত্রী। আহত অবস্থায় ভাড়াটিয়ারা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন। পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় থাকতেন চিকিৎসক আব্দুর রশিদ। নিহত চিকিৎসক আব্দুর রশিদ লন্ডন প্রবাসী। গত সেপ্টেম্বরে তিনি ঢাকায় আসেন। তার স্ত্রী সুফিয়া রশিদও একজন চিকিৎসক। রাতের দিকে অস্ত্রসহ ডাকাত দল তার রুমে ঢুকে অস্ত্রের মুখে স্বামী-স্ত্রীকে জিম্মি করে ফেলে ডাকাত দল। তাদের বাধা দিলে আব্দুর রশিদ ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কপিয়ে গুরুতর জখম করে ডাকাত দল। রাতে হঠাৎ তাদের চিৎকারে ঘুম ভাঙে ওই বাড়ীর ভাড়াটিয়াদের। পরে তাদের ঘরে গিয়ে ভাড়াটিয়ারা দেখেন আব্দুর রশিদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন তার স্ত্রী মাথায় পানি ঢালছেন। তাৎক্ষণিক তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে তাদের আনা হলে চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন। তারা স্বামী-স্ত্রী দুজনই চিকিৎসক ও যুক্তরাজ্যে বসবাস করেন। প্রতি বছর সেপ্টেম্বর মাসে দেশে আসেন এবং ডিসেম্বরে চলে যান। ডাকাতদের ডাকাতিতে বাধা দেয়ায় ওই চিকিৎসক দম্পতিকে ছুরিকাঘাত করা হয়।

এ প্রসঙ্গে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, আমরা জানতে পেরেছি ধানমন্ডি ৮/এ এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় কয়েকজন চোর প্রবেশ করলে ওই ব্যক্তির সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি মারা যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সময় আব্দুর রশিদ নামাজ আদায় করছিলেন। তার শরীরে কী ধরণের আঘাত রয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা জানা যাবে বলে জানান তিনি।

এদিকে, গত শুক্রবার রাজধানীর লালবাগ থানা এলাকার আজিমপুরের লালবাগ টাওয়ার এলাকার মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ডাকাতরা লুটপাট ও একটি শিশুকে অপহরণ করা হয়েছে। ডাকাত দলটি ওই বাসা থেকে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় এবং আরিসা জান্নাত জাইফা নামের ৮ মাস বয়সী এক শিশুকে অপহরণ করে নিয়ে যায়।

পুলিশ ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সকালে একদল ডাকাত তাদের বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা তাদের শিশুসন্তানকেও অপহরণ করে নিয়ে যায়।

এছাড়াও গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলায় মাদবরের চর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাতদল নগদ ৪ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও ল্যাপটপ লুট করে নিয়ে যায়।

জানা যায়, গভীর রাতে জানালার গ্রিল কেটে ৫ থেকে ৬ জনের ডাকাতদল ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ঘরের আলমারি ভেঙে নগদ ৪ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৪টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ লুট করে নিয়ে যায়। এরপর ওই বাড়ির আরেক ফ্ল্যাটের ভাড়াটিয়ার বাসায় প্রবেশ করে ডাকাতদলের সদস্যরা। এ সময় ২টি মোবাইল নিয়ে যায়। ভুক্তভোগীদের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন টের পেলে তারা দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহজাহান মাদবরের বাড়ির লোকজন গত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে একদল ডাকাত ঘরের দোতলার জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ডাকাতরা। পরে আলমারি ভেঙে চার লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল ও একটি ল্যাপটপ নিয়ে যায় ডাকাতরা। এরপর ওই বাড়ির পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার বাসায় ঢুকে সবাইকে জিম্মি করে দুটি মোবাইল নিয়ে যায়। পরে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতরা।

এ প্রসঙ্গে শিবচরথানার অফিসার ইনচার্জ (ওসি)মো. মোকতার হোসেন বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি দল। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

অপরদিকে, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উল্টর কাকচিড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করে মালামাল লুটের ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ওই প্রবাসীর বৃদ্ধ মা মোসা. ফাতিমা বেগমকে (৬৮) শ্বাসরোধে হত্যা করে। তিনি উত্তর কাকচিড়া গ্রামের খোরশেদ জমাদ্দারের স্ত্রী।

খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে বামনা থানায় নিয়ে আসে। পরবর্তীতে গত বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বরগুনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে উত্তর কাকচিড়া গ্রামের প্রবাসী মাসুদ ও ইলিয়াসের বাড়িতে ডাকাতদল হামলা করে। এ সময় বাড়িতে তাদের বৃদ্ধ মা ফাতিমা বেগম ও বৃদ্ধ বাবা খোরশেদ জমাদ্দার ছিলেন। ডাকাতদের মধ্যে একজন ঘরের দরজায় নক করে। তখন তার স্ত্রী দরজা খুলে দিলে ডাকাতরা ঘরে ঢুকে পড়ে। এ সময় তার স্ত্রী ডাকাতদের চিনে ফেলায় তারা খোরশেদ জমাদ্দারকে বেঁধে তার স্ত্রীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে ডাকাতদল ঘরের আলমারি ভেঙে মূল্যবান মালামাল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। তবে কি পরিমাণ মালামাল লুট হয়েছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর-রশীদ হাওলাদার জানান, ঘটনা ঘটনার ৩০ মিনিটের মধ্যে আমি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলাম। গত বৃহস্পতিবার সকালে বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষে থানায় কোন অভিযোগ দায়ের করেনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে র‍্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক নে. কর্নেল মুনীম ফেরদৌষ বলেন, ডাকাতির ঘটনাগুলোর ছায়া তদন্ত শুরু করেছে র‍্যাব। ইতোমধ্যে রাজধানীতে অপহরণের শিকার শিশুকে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করি অন্যান্য ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft