প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৫:০২ অপরাহ্ন
সিরাজগঞ্জের তাড়াশে প্রায় ছয়শতাধিক লোকের উপস্থিতিতে সুনামধন্য প্রতিষ্ঠান আল-আমিন কিন্ডারগার্ডন স্কুলের আনন্দ সভাযাত্রা, ৫ম শ্রেণীর বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯.০০ ঘটিকায় তাড়াশ হসপিটাল গেট থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করেন।
শিখন-বান্ধব পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের পড়ালেখার গুণগতমান উন্নয়ণ নিশ্চিতকরণ, অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নসহ শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
মানসম্মত ও যুগোপযুগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিনটি বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) বেলা ১০ টায় তাড়াশ টি, এন, টি রোডস্থ আল-আমিন কিন্ডারগার্ডেন স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে মো: নাজিরুল ইসলামের সভাপতিত্বে প্রাধান শিক্ষক মো: আল- আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যহ্ম মো: জাফর ইকবাল।
বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী যুব উন্নয়ন অফিসার মো:ইকবাল হোসেন সাংবাদিক আলাউদ্দীন আহমেদ, জহুরুল ইসলাম সহ অনেক অভিভাবক বৃন্দু ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। এছাড়া বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকলকে আন্তরিক হতে হবে। শিক্ষকদের সাথে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং সন্তানের লেখাপড়ার খোঁজ-খবর নিতে হবে। বাচ্চাদের মোবাইলে আসক্ত হওয়া থেকে ফেরাতে তাদের সাথে সময় দিতে হবে।
অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও ৫ শ্রেণীর বিদায় অনুষ্ঠানে প্রায় দুইশতাধিক ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যাক অভিভাবকদের উপস্থিতি ছিল।
প্রসঙ্গত, ২০১৮ সালে আল-আমিন কিন্ডারগার্টেন স্কুল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষার পাশাপাশি সহি - শুদ্ধভাবে কুরআন শেখার ব্যবস্থা ও রয়েছে । সভাপতি তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।