ক্যান্সার হাসপাতালের নতুন পরিচালক ডা. জাহাঙ্গীর
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১:১১ অপরাহ্ন
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাহাঙ্গীর কবীর। এর আগে তিনি হাসপাতালটির সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক পদে সুনামের সাথে কর্মরত ছিলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-১) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবীরকে প্রতিষ্ঠানটির পরিচালক (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হলো।
উল্লেখ,বিগত পরিচালকের আমলে নানা অনিয়ম অসংগতিতে ডুবতে বসেছিল বিশেষায়িত এই হাসপাতালটি। নতুন পরিচালকের দায়িত্ব পালনে নানাবিধ সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা সবার।