প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১:৪৫ অপরাহ্ন
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে প্রোভিসি ড. মো: সোহেল হোসেনের দেয়া বক্তব্যের জের ধরে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
প্রোভিসি বলেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে ইতিহাস বিভাগ খোলা হয় কি করে। প্রোভিসির এ বক্তব্যের পর কৃষি বিভাগের শিক্ষার্থী সালাহউদ্দীন জনি তার ফেসবুক টাইমলাইনে একটি বিদ্রুপাত্মক পোষ্ট দেন। এরপরই ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা ভিসির বাংলোর সামনে জড়ো হয়।
সেখানে উত্তেজনা কমাতে একপর্যায়ে হাজির হন প্রক্টর ড.মো: কামরুজ্জামান, ইতিহাস বিভাগের সভাপতি আতিকুজ্জামান ভুইঁয়া, প্রভাষক মুজাহিদুল ইসলাম, কলা অনুষদের ডীন ড. আব্দুর রহমান প্রমুখ।