বিশ্বকাপ ইস্যুতে খেলোয়াড়দের যা জানাল পিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১:০৬ পিএম

দল ঘোষণা হলেও পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ এখনো অনিশ্চিত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি সরাসরি খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে খেলবে কি না তা পুরোপুরি নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

রোববার লাহোরে ১৫ সদস্যের দল ঘোষণার পরপরই জাতীয় দলের খেলোয়াড় ও প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন নাকভি। সেখানে তিনি স্পষ্ট করে বলেন, দল ঘোষণাকে বিশ্বকাপে খেলার চূড়ান্ত অনুমতি হিসেবে দেখা যাবে না।

পিসিবি সূত্র জানায়, বৈঠকে নাকভি পুরো প্রেক্ষাপট খেলোয়াড়দের সামনে তুলে ধরেন। বিশেষ করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া এবং স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার আইসিসির সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। এই সিদ্ধান্তের রাজনৈতিক ও কূটনৈতিক দিকও খেলোয়াড়দের বোঝানো হয়।

নাকভি খেলোয়াড়দের বলেন, ‘আমরা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি। সরকার যা বলবে, সেটাই আমরা মানব। যদি তারা বিশ্বকাপে যেতে না বলে, সেটাও আমরা মেনে নেব।’

আরও পড়ুন : সাফ উইমেন’স ফুটসালে মালদ্বীপকে উড়িয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

বৈঠকে উপস্থিত খেলোয়াড়রাও বোর্ডের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানান। একাধিক সূত্রের দাবি, খেলোয়াড়রা নাকভিকে বলেন, ‘আপনি ও সরকার যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেটাকেই সমর্থন করব।’ এই অবস্থান থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছে, প্রয়োজনে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের পথে হাঁটতে পারে।

নাকভি আরও জানান, বাংলাদেশ ইস্যুতে পিসিবির অবস্থান কেন তারা ‘অন্যায়’ মনে করছে, সেটিও খেলোয়াড়দের জানানো হয়েছে। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশকে ভারত সফর থেকে বাদ দেওয়ার আইসিসির সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়।

সব মিলিয়ে কাগজে-কলমে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা প্রস্তুত থাকলেও বাস্তবে তা নির্ভর করছে সরকারের চূড়ান্ত ঘোষণার ওপর। আনুষ্ঠানিক সংকেত না আসা পর্যন্ত পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকছেই।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft