প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৩:০১ পিএম আপডেট: ২৩.০১.২০২৬ ৯:৩৭ পিএম

বিএনপির প্রতি ইঙ্গিত করে ঠাকুরগাঁও-১ আসনে দশ দল মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, ওরা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে কিন্তু রাতের বেলা মাদকের লাভের ভাগ নেয়। দখলদার, চাঁদাবাজ, মাদক করবারিদেরকে বয়কট করতে আহ্বান জানান তিনি। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ের চিনিকল মাঠে দশ দলীয় জোট আয়োজিত নির্বাচনি প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।
এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে একটা ধাপ অতিক্রম করেছি। ২৬ সালের নির্বাচন নির্ধারণ করবে, আমরা সামনে এগিয়ে যাব নাকি আবারও পিছনের দিকে ফিরে যাব! আমরা কি চাঁদাবাজির দিকে ফিরে যাব নাকি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ব।
জনসভায় চব্বিশের স্লোগান দেন সার্জিস আলম। বলেন, গোলামী না মুক্তি, মুক্তি মুক্তি, বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাই, ২৪ এর বাংলায় বৈষম্যের ঠাই নাই, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ক্ষমতা না জনতা, জনতা জনতা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। দশ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।