বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:৫৬ পিএম আপডেট: ২২.০১.২০২৬ ১০:১৬ পিএম

বাংলাদেশ যদি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত অংশ না নেয়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্টটি বয়কট করতে পারে- এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

পিসিবির একাধিক সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, আইসিসি যদি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর দাবি না মানে, তাহলে পাকিস্তান এই সিদ্ধান্ত নিতে পারে। 

মূলত, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর আবেদন পূরণ না হলে বাংলাদেশ সরে দাঁড়াতে পারে। সে ক্ষেত্রে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের পথে হাঁটতে পারে বলে জানানো হয় এক প্রতিবেদনে।

এই পরিস্থিতির শুরু মোস্তাফিজুর রহমানকে আইপিএলে কলকাতা ফ্র্যাঞ্চাইজি চুক্তি করলেও পরে বাদ দেয়ার পর থেকে। এর জেরে বাংলাদেশে পরবর্তী মৌসুমের আইপিএলের সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বিশ্বকাপের ম্যাচ সহ-আয়োক শ্রীলঙ্কায় চাওয়ার দাবিও জানানো হয়।

আরও পড়ুন : সৌদি আরবে রোনালদোর গোলের রেকর্ড, পর্তুগালে তার ভাস্কর্যে আগুন দিলো দুর্বৃত্ত

এদিকে, আইসিসি বাংলাদেশের সেই আবেদন নাকচ করেছে। বিসিবিও তাদের অবস্থান বদলায়নি। বোর্ড জানিয়েছে, তারা ভারতে যেতে রাজি নয়।

এই যখন অবস্থা, তখন বাংলাদেশ দুটি কঠিন পথের সামনে দাঁড়িয়ে। বিশ্বকাপ খেলতে হলে দাবি তুলে নিতে হবে। অথবা বিশ্বকাপ থেকে বাদ পড়তে হবে। আইসিসি স্পষ্ট করে বলেছে, বাংলাদেশ না খেললে অন্য দল নেয়া হতে পারে।

উল্লেখ্য, পূর্বনির্ধারিত সূচি অনু্যায়ী আগামী ৭ ফেব্রুয়ারি পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা ওঠার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft