টানা দশম বারের মতো বিশ্বের নিরাপদতম শহর আবুধাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:৩৮ পিএম

বিশ্বের বুকে নিরাপদ শহরের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। শহরটি ২০২৬ সালেও নাম্বিওর বৈশ্বিক সূচকে টানা দশম বছরের মতো বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের স্বীকৃতি পেয়েছে। 

বিশ্বের ১৫০টি দেশের প্রায় ৪০০টিরও বেশি শহরের ওপর পরিচালিত এই জরিপে আবুধাবি সবার শীর্ষে। বিশেষ করে দিন বা রাতে একা চলাফেরা করার ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা এবং অপরাধের অতি নিম্নহার বিবেচনায় জরিপটি করা হয়।

এই সাফল্যের পেছনে মূল কারিগর হিসেবে কাজ করছে আবুধাবি পুলিশের আধুনিক ও প্রযুক্তিগত উদ্ভাবন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইর সমন্বয়ে তৈরি ‘সেফ সিটি’ সিস্টেমের মাধ্যমে শহরজুড়ে গতিবিধি পর্যবেক্ষণ এবং তথ্য বিশ্লেষণের এক নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। 

আরও পড়ুন : প্রকৃতির রঙে আঁকা এক অপার স্বর্গ

স্মার্ট পুলিশিং এবং আগাম অপরাধ শনাক্তকরণ প্রযুক্তির সঠিক ব্যবহার আবুধাবিকে আধুনিক নগর ব্যবস্থাপনার একটি আন্তর্জাতিক রোল মডেলে পরিণত করেছে। শুধু আবুধাবি নয় তালিকার শীর্ষ দশে আরব আমিরাতের অন্যান্য শহর যেমন দুবাই, আজমান, রাস আল-খাইমাহ এবং শারজাহ নিজেদের অবস্থান দৃঢ়ভাবে ধরে রেখেছে। এছাড়া কাতারও এই নিরাপত্তা সূচকে শক্তিশালী অবস্থান জানান দিচ্ছে।

এই তালিকায় মাস্কাট, হেগ, তাইপের নামও আছে শীর্ষ দশে। সূত্র: গালফ নিউজ

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft