প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১১:২৭ এএম আপডেট: ২২.০১.২০২৬ ৩:৪০ পিএম

শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বুধবার এমনটাই জানিয়েছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। এর মধ্য দিয়ে তেলসমৃদ্ধ দেশটির নতুন নেতার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ আরও স্পষ্ট হলো। খবর গালফ নিউজের।
এই সফর হলে গত এক চতুর্থাংশ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্র সফরকারী প্রথম দায়িত্বপ্রাপ্ত ভেনেজুয়েলা প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
রদ্রিগেজ বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সহযোগিতার পথে আছি-কোনো ভয় ছাড়াই। আমাদের মতপার্থক্য ও সমস্যাগুলো সরাসরি মোকাবিলা করে কূটনীতির মাধ্যমে সমাধান করতে চাই। এই আমন্ত্রণ ওয়াশিংটন-কারাকাস সম্পর্কের নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এর আগে মার্কিন ডেল্টা ফোর্সের সদস্যরা কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।
অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার আগে ডেলসি রদ্রিগেজ ছিলেন ভেনেজুয়েলার কর্তৃত্ববাদী ও যুক্তরাষ্ট্রবিরোধী সরকারের উপ-রাষ্ট্রপতি এবং দীর্ঘদিনের ঘনিষ্ঠ নেতা। ক্ষমতায় আসার পর তিনি অবস্থান পরিবর্তন করেন। তবে এখনও তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন; এর মধ্যে সম্পদ জব্দের নিষেধাজ্ঞাও রয়েছে।
এরপরও, ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজের বহর অবস্থান করলেও রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার তেল বিক্রিতে মধ্যস্থতার সুযোগ দিয়েছেন, বিদেশি বিনিয়োগ সহজ করেছেন এবং কয়েক ডজন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছেন। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রদ্রিগেজ খুব শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করবেন, তবে নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি।
জ/জাই