নতুন রূপে ফিরছেন দেব-শুভশ্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ২:৫৮ পিএম

টালিউডের রূপালি পর্দায় তাদের কেমিস্ট্রি মানেই এক সময় ছিল হলভর্তি দর্শক আর ব্লকবাস্টার হিট। বাস্তব জীবনের টানাপোড়েনে দীর্ঘ ১০ বছর পর্দার আড়ালে ছিল এই জনপ্রিয় জুটি। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ফের এক সিনেমায় ধরা দিচ্ছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলী। ২০২৬ সালের দুর্গাপূজা মাতাতে বড় পর্দায় আসছে এই ‘পাওয়ার কাপল’।

সম্প্রতি দেব ও শুভশ্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে তাদের নতুন প্রজেক্ট ‘দেশু ৭’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। আগামী ২০২৬ সালের ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি। মজার ব্যাপার হলো, ছবি মুক্তির প্রায় ১০ মাস আগেই শুরু হয়ে গেছে এর অগ্রিম বুকিং, যা টালিউড ইন্ডাস্ট্রিতে এক বিরল ঘটনা।

বর্তমানে দেবের হাতে রয়েছে ‘অ্যাম্বুলেন্স দাদা’ ও ‘টনিক ২’-এর মতো বড় কাজ। এর মাঝেই পুজোর ধামাকা হিসেবে নতুন ছবির পরিকল্পনা করেন তিনি। কেন আবার শুভশ্রীকেই বেছে নিলেন? লাইভ আড্ডায় দেব জানান, দর্শকদের দীর্ঘদিনের দাবি এবং এই জুটির আকাশচুম্বী জনপ্রিয়তার কথা মাথায় রেখেই তিনি শুভশ্রীর কথা ভেবেছেন।

আরও পড়ুন : জয়া আহসানের ব্যতিক্রমী লুক নেটমাধ্যমে আলোচনায়

অন্যদিকে, প্রস্তাব পাওয়ার গল্পটিও বেশ চমকপ্রদ। ৩১ ডিসেম্বর সকালে শুভশ্রী যখন স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছিলেন, তখনই দেবের ফোন যায় তার কাছে। মাত্র ৩০ সেকেন্ডের কথোপকথনেই ছবির প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে দেন শুভশ্রী।

কৌশিক গাঙ্গুলির ‘ধূমকেতু’ সিনেমায় দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা গেলেও তা ছিল অনেক আগের শুট করা। কিন্তু ‘দেশু ৭’ হতে যাচ্ছে বর্তমান সময়ের একদম নতুন স্বাদের একটি কাজ। ব্যক্তিগত জীবনের তিক্ততা সরিয়ে পেশাদারিত্ব আর বন্ধুত্বের হাত ধরে আবারও টলিউড কাঁপাতে আসছেন তারা।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft