বিসিবির দাবি না মানলে বিশ্বকাপে খেলা পুনর্বিবেচনা করবে পাকিস্তান!
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১০:৩০ পিএম

দুয়ারে কড়া নাড়ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরম্যাটের মেগা এ টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী মাসেই। তবে এবারের আসর নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত খেলা কোন সূচিতে হবে তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে ভারতে গিয়ে খেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ। 

এনিয়ে আইসিসির সঙ্গে বেশ কয়েকবার বৈঠকও করেছে বিসিবি। সবশেষ আইসিসির প্রতিনিধি বাংলাদেশে এসে বিসিবির কর্তাদের সঙ্গে বৈঠক করে গেছেন। টুর্নামেন্ট শুরু হতে যখন সময় খুব বেশি বাকি নেই তখন বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় শরিয়ে নেওয়া নিয়ে একপ্রকার অনিশ্চয়তা কাজ করছে। আবার মুস্তাফিজকে অন্যায়ভাবে আইপিএল খেলতে না দেওয়ায় নিজেদের অবস্থানে অনড় বিসিবি।

আরও পড়ুন :  মার্চে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা, যাদের চাইছে বাংলাদেশ

এমন সময় বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে যখন অনিশ্চয়তা তখন খবর, বাংলাদেশের সমস্যার সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে। এমনটাই জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার ও টেলিকম এশিয়া। সূত্রের বরাতে জিও সুপার জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিসিবি যে কারণ দেখিয়েছে, সেগুলো বৈধ মনে করছে ইসলামাবাদ।

প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিসিবি যে কারণ দেখিয়েছে, তা যুক্তিসঙ্গত। শেষ পর্যন্ত এই ইস্যুতে কোনো সমাধান না আনতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান।

পাকিস্তানের সংবাদমাধ্যম পিসিবির শীর্ষ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বাংলাদেশের সমস্যার সমাধান না হলে বিশ্বকাপ না খেলার মত আশ্চর্যজনক সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান। উপমহাদেশের এই দুই দলকে বাদ দিয়ে বিশ্বকাপের মত টুর্নামেন্ট আয়োজন করা তখন আইসিসির জন্য মোটেও লাভজনক এবং সুখকর কিছু হবে না বলেই ধারণা সবার। এখন শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড সত্যিই এমন কিছু করে কি না তা দেখায় প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ক্রিকেট   টি-টোয়েন্টি বিশ্বকাপ   বাংলাদেশ   পাকিস্তান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft