মার্চে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা, যাদের চাইছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১০:১৯ এএম

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ ৩১ মার্চ। খেলতে হবে সিঙ্গাপুরে। এই ম্যাচের আগে বাফুফে দলকে আরেকটি প্রীতি ম্যাচ খেলানোর পরিকল্পনা করছে। যা অনুষ্ঠিত হতে পারে হামজা চৌধুরীর জেলা সিলেটে। 

শনিবার জাতীয় দল কমিটির সভায় প্রীতি ম্যাচ এবং ক্যাম্প শুরুর বিষয়েও আলোচনা হয়েছে। সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘২০ মার্চ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আমাদের সঙ্গে কয়েকটি দলের আলোচনা চলছে। হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচটি সিলেটে হতে পারে।’ 

আরও পড়ুন : ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড

প্রীতি ম্যাচে হামজা চৌধুরীদের প্রতিপক্ষ হতে পারে কম্বোডিয়া বা পূর্ব তিমুর। বাফুফে সূত্রে জানা গেছে, কম্বোডিয়া, পূর্ব তিমুর ও ভিয়েতনামের সঙ্গে আলোচনা চলছে বাফুফের। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা ভিয়েতনাম তেমন আগ্রহী নয় বাংলাদেশের বিপক্ষে খেলতে। তবে পূর্ব তিমুর হোম কিংবা অ্যাওয়ে যে কোনো জায়গায় খেলতে আগ্রহী।

কম্বোডিয়ার আগ্রহ বেশি তাদের মাঠে খেলার। বাফুফে কয়েক দিন পর এ বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে। মালদ্বীপ জুন উইন্ডোতে চার-জাতির টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ জানালেও শনিবারের সভায় কোনো সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft