যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ২:০০ পিএম

মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ দাপট দেখাল। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ২১ রানে ম্যাচটি জিতেছে তারা।

আগে ব্যাট করে শারমীন আক্তারের ৬৩ রানের ইনিংসে বাংলাদেশ দেড়শ পার করে। ৩৯ বলে ৮ চার ও এক ছক্কা ছিল তার। তারপর রান তাড়া করতে দিয়ে যুক্তরাষ্ট্রকে চাপে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছিল ১৫৯ রান। সোবহানা মোস্তারি দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন। যুক্তরাষ্ট্রের পক্ষে মাহি মাধবন সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন।

আরও পড়ুন : ১৯২ রানের ম্যারাথন ইনিংস লঙ্কান ব্যাটারের, গড়লেন দুটি রেকর্ড

লক্ষ্য তাড়ায় নেমে ৪২ রানে ওপেনিং জুটি ভাঙার পর ধসের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। রিতু মনি টপ অর্ডারে ও নাহিদা আক্তার মিডল অর্ডারে ধস নামান। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন চেতনা পাগিদিয়ালা। ৩৩ রান আসে রিতুর ব্যাট থেকে। আরেক ওপেনার দিশা ঢিঙ্গরা ২৩ রানে আউট হন।

নাহিদা চার ওভারে ২৪ রান দিয়ে চার উইকেট নেন। রিতু মনি ৩ উইকেট পান সমান রান দিয়ে। ৯ উইকেটে ১৩৭ রানে থামে যুক্তরাষ্ট্র।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft