ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন আর নেই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:১৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সূত্রে জানা যায়, সাংবাদিক মো. জসিম উদ্দিন দীর্ঘ দিন ধরে দি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

আরও পড়ুন : সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২

শনিবার দুপুরে ঢাকার বনশ্রী এলাকায় তাকওয়া মসজিদের বাদ জোহর নামাজের পরে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খিলগাঁও তালতলা গোরস্তানে তাকে দাফন করা হয়। 

জসিম উদ্দিনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ৩ দিনের শোক কর্মসূচি, কালো ব্যাজ ধারণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft