রাসায়নিক ছাড়াই ঘর থেকে তেলাপোকা দূর করার উপায় জানুন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১০:১৮ এএম

তেলাপোকা শুধু অস্বস্তির কারণ নয়, এটি টাইফয়েড, কলেরা সহ নানা মারাত্মক রোগের জীবাণুও বহন করে। তেলাপোকা মারার জন্য বাজারে নানা স্প্রে বা রাসায়নিক পাওয়া যায়, তবে সেগুলি কখনো শিশু বা পোষা প্রাণীর জন্য বিপজ্জনক হতে পারে।

তবে আপনি জানলে অবাক হবেন, আপনার রান্নাঘরের সাধারণ কিছু উপাদান দিয়েই তেলাপোকা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

১. বেকিং সোডা ও চিনি মিশ্রণ
এটি তেলাপোকা তাড়ানোর একটি কার্যকর পদ্ধতি। সমান পরিমাণ বেকিং সোডা এবং চিনি মিশিয়ে, তেলাপোকা যেসব জায়গায় বেশি থাকে সেখানেই ছিটিয়ে দিন। চিনি তাদের আকৃষ্ট করবে, আর বেকিং সোডা তাদের শরীরের মধ্যে গিয়ে তাদের ধ্বংস করবে।

২. বোরিক অ্যাসিড ও আটার মিশ্রণ

বোরিক অ্যাসিড প্রাকৃতিক কীটনাশক হিসেবে পরিচিত। সামান্য আটা বা ময়দা, চিনি ও বোরিক অ্যাসিড গুঁড়ো মিশিয়ে ছোট ছোট গোল্লা তৈরি করে রান্নাঘরের ড্রেন বা অন্ধকার কোণায় রাখুন। তবে, সতর্ক থাকুন, এটি যেন শিশু বা পোষ্যদের নাগালের বাইরে থাকে।

৩. তেজপাতা ও লবঙ্গের গন্ধ
তেলাপোকা তীব্র গন্ধ সহ্য করতে পারে না। তেজপাতা গুঁড়ো করে ঘরের কোণে ছড়িয়ে দিলে তার গন্ধে তেলাপোকা পালিয়ে যাবে। এছাড়া, যেসব জায়গায় তেলাপোকা বেশি আসে, সেখানে লবঙ্গ রাখতে পারেন, যার গন্ধ তেলাপোকা তাড়াতে খুবই কার্যকর।

৪. গোলমরিচ, পেঁয়াজ ও রসুনের স্প্রে
এক লিটার পানিতে একটি পেঁয়াজ বাটা, একটি রসুন বাটা এবং এক চামচ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে কয়েক ঘণ্টা রেখে ছেঁকে একটি স্প্রে বোতলে ভরে নিন। এই মিশ্রণটি ঘরের কোণায় বা তেলাপোকার বাসায় স্প্রে করলে, তেলাপোকা দ্রুত চলে যাবে।

৫. অ্যাসেনশিয়াল অয়েল (পিপারমিন্ট)
পিপারমিন্ট বা পুদিনা তেলের গন্ধ তেলাপোকার জন্য অত্যন্ত অপ্রিয়। এক কাপ পানিতে কয়েক ফোঁটা পিপারমিন্ট অয়েল মিশিয়ে স্প্রে তৈরি করুন। এটি তেলাপোকা তাড়াতে কার্যকরী হবে এবং আপনার ঘরকে সুগন্ধে ভরিয়ে তুলবে।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft