পুবাইলে কৃত্রিম গ্যাস সংকট, বেশি টাকা দিলেই মিলছে সিলিন্ডার
টঙ্গী সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৭:০৫ পিএম

গাজীপুর মহানগরীর অঞ্চল-২ এর পূবাইল এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকার নির্ধারিত মূল্য অকার্যকর হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি নির্ধারিত দামের চেয়ে ৮শ থেকে ১২০০শ টাকা বেশি না দিলে গ্যাস মিলছে না বলে অভিযোগ করেছন তারা।

পূবাইলের হায়দারাবাদ, মাজুখান, মীরের বাজার, কলেজ গেট ও পূবাইল বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খুচরা এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী দোকানগুলোতে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৯৫০ থেকে ২ হাজার ৪শ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। অনেক দোকানে সরকার নির্ধারিত দামে গ্যাস সরবরাহই করা হচ্ছে না।

আরও পড়ুন : অঙ্গীকারনামা দিয়ে ছাত্রলীগ নেতার বিএনপিতে যোগদান

পূবাইলের স্থানীয় খুচরা বিক্রেতারা দাবি করছেন, ডিলার পর্যায়েই সংকট তৈরি করা হয়েছে। একাধিক বিক্রেতা জানান, ডিলারদের কাছ থেকে আগের মতো গ্যাস পাওয়া যাচ্ছে না।বর্তমানে আমাদের মাত্রা অতিরিক্ত দামে সিলিন্ডার কিনতে হচ্ছে, তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।

গ্যাস সিলিন্ডারের মাত্রা অতিরিক্ত দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন।

মন্তব্য করে অনেকেই জানিয়েছেন, সরকার দাম নির্ধারণ করে দিলেও ডিলার বা খুচরা বিক্রেতারা তা মানছে না এবং বিষয়টি নিয়ে কোন তদারকি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখেছেন, ১৮০০ টাকার নিচে গ্যাস পাওয়া যাচ্ছে না। কেউ লিখছেন ২ হাজার আবার কেউ অভিযোগ করেছেন, ২২ শ বা ২৪শ টাকা দিয়েও কয়েকদিন ধরে সিলিন্ডার পাচ্ছি না। ফলে ছেলে মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে আমাদের। 

আরও পড়ুন : রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, কিছু অসাধু ব্যবসায়ী গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে।এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প হিসেবে বৈদ্যুতিক চুলা কিংবা বাইরে রান্না করা খাবারের ওপর নির্ভর করছে।

বাজার মনিটরিংয়ের বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, খুব শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করে বলেন, বাজার মনিটরিং জোরদার করে সরকারকে নির্ধারিত দামে এলপিজি সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অতিরিক্ত দাম নেওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয় ভোক্তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   গাজীপুর   এলপিজি গ্যাস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft