প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:৪০ পিএম

রাজধানীর লালবাগ থানাধীন শেখ সাহেব বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ৬২৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ একটি অটোরিকশা জব্দ এবং একজনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে শেখ সাহেব বাজারের দোতলা মসজিদের পাশে রাস্তা থেকে অটোরিকশাটিকে জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন- অটোরিকশাচালক মো. পলাশ। এ সময় ঘটনাস্থলে পলাশকে তদবির করে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে আসা সন্দেহভাজন মো. ইব্রাহিম নামে আরও একজনকে পুলিশ গ্রেফতার করে। পরে তাকে থানায় নিয়ে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হয়।
গ্রেফতারের পর অটোরিকশাচালক মো. পলাশ সাংবাদিকদের জানান, তিনি কামরাঙ্গীরচর থেকে কাওরান বাজারের উদ্দেশ্যে নিষিদ্ধ পলিথিনগুলো নিয়ে যাচ্ছিলেন।
পলাশ বলেন, ২৫ কেজি করে ২৫টা বস্তা শপিং ব্যাগ নিয়ে যাচ্ছিলাম। ভাড়া ঠিক ছিল ৮০০ টাকা। আমার বাবা আগে এই পলিথিন টানত, এখন আমিও টানি। ভোরবেলায় কামরাঙ্গীরচরের কয়লার ঘাট এলাকায় একটি পলিথিন কারখানা থেকে এই মাল নিই। প্রতিদিনই বিভিন্ন জায়গায় এভাবে পলিথিন নিয়ে যাই।
তিনি আরও বলেন, আমাদের সিন্ডিকেটের প্রধান সেলিম ভাই। উনি বলছেন কোনো সমস্যা নাই। রাস্তাঘাট সব ম্যানেজ করা আছে। তারপরও পেটের দায়ে এক-দুইটা কইরা ভোরে ট্রিপ মারি।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, একটা বড় সাইজের অটোরিকশা ঢাকা অবস্থায় অনেকগুলো বস্তা নিয়ে যাচ্ছিল। রিকশাচালক ছিল উঠতি বয়সের ছেলে। আমরা কয়েকজন ডাক দিলে সে না থেমে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে।
তিনি আরও বলেন, তখন পাশের একজন মোটরসাইকেল দিয়ে রিকশাটিকে জব্দ করে দোতলা মসজিদের পাশে পুলিশের গাড়ির সামনে নিয়ে যাই।
লালবাগ থানার এএসআই মো. কাউসারকে বিষয়টি জানানো হলে তিনি বস্তা খুলে দেখেন, ভেতরে নিষিদ্ধ পলিথিন রয়েছে। পরে থানায় খবর দিলে লালবাগ থানার এসআই খালেদ ঘটনাস্থলে এসে এলাকার দোকানদারদের সাক্ষী গণ্য করে অটোরিকশা, পলিথিনের বস্তা ও আটক ব্যক্তিকে থানায় নিয়ে যান।
এ বিষয়ে লালবাগ থানার ওসি ইয়াসিন আলী যুগান্তরকে জানান, ৬২৫ কেজি অবৈধ পলিথিনসহ একটি অটোরিকশা এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
জ/দি