যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৯:১০ পিএম আপডেট: ১২.০১.২০২৬ ৯:৫৩ পিএম

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোলটনে সড়ক দুর্ঘটনায় সিলেটের তিনজনসহ চার প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

সিলেটের বাসিন্দা নিয়াজ উদ্দিন জায়গিরদার তিনজন নিহতের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। তবে বাকি ট্যাক্সিচালক বাংলাদেশি কি না, সেটা তিনি নিশ্চিত করতে পারেননি। 

আরও পড়ুন : গভীর সমুদ্রে বিরল খনিজ উত্তোলনের উদ্যোগ জাপানের

ব্রিটেনের পুলিশ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, নিহতদের মধ্যে তিনজন যুবক এবং একজন ট্যাক্সিচালক ছিলেন। তারা হলেন মোহাম্মদ জিব্রায়েল মুখতার (১৮) ফারহান প্যাটেল (১৮), মোহাম্মদ দানিয়াল (১৯), ট্যাক্সিচালক মাসরব আলী (৫৪)। আহতদের মধ্যে দুজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। তাদের অবস্থা গুরুতর।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে। দুর্ঘটনার দৃশ্য ধারণা করা ভিডিও তারা পুলিশকে দিয়েছে। নিহতদের পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে।

স্থানীয় কমিউনিটি নেতারা এই দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তারা সম্প্রদায়ের কাছে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   সড়ক দুর্ঘটনা   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft