সোমালিল্যান্ডে ফিলিস্তিনিদের পুনর্বাসনের পরিকল্পনা ইসরায়েলের— দাবি সোমালিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৯:৫১ এএম

ফিলিস্তিনিদের জোরপূর্বক সোমালিল্যান্ডে পুনর্বাসনের পরিকল্পনা করছে ইসরায়েল— এমন বিস্ফোরক অভিযোগ তুলেছে সোমালিয়া। দাবি, রাষ্ট্রীয় স্বীকৃতির শর্তেই ফিলিস্তিনিদের পাঠানোর প্রস্তাবে রাজি হয়েছে অঞ্চলটির প্রশাসন। এমন অভিযোগের পর আবারও প্রশ্ন উঠছে, তবে কি সোমালিল্যান্ডের স্বীকৃতি তেলআবিবের বড় কোনো স্বার্থ আদায়ের কৌশল? বিশ্লেষকরা বলছেন, পুরো হর্ন অফ আফ্রিকার ভূ-রাজনীতিতে পড়তে পারে এর প্রভাব।

মূলত, ইসরায়েলের স্বীকৃতি সোমালিল্যান্ডের জন্য দীর্ঘদিনের কূটনৈতিক সাফল্য। তবে এই স্বীকৃতির পেছনে রয়েছে তেলআবিবের বড় স্বার্থ, যা দেশটির দীর্ঘমেয়াদী পরিকল্পনারই ফল বলে মনে করা হচ্ছে। গত ডিসেম্বরে সোমালিয়ার স্বাধীনতাকামী অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতির পর থেকেই আলোচনা শুরু হয়েছে বিশ্বজুড়ে। প্রশ্ন উঠেছে তবে কি গোপন সমঝোতা হয়েছে ইসরায়েল ও সোমালিল্যান্ডের মধ্যে?

আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের কৌশল স্পষ্ট। রেড সি-র কাছে নিরাপদ অবস্থানে আছে সোমালিল্যান্ড। যা ইয়েমেন ও আফ্রিকা মহাদেশ পর্যন্ত প্রভাব বিস্তারে সহায়ক। অর্থনৈতিক অংশীদারিত্বের পথ খুলতে পারে ইসরায়েলের।

হর্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের পরিচালক ড. হাসান খানেনজে বলেন, এ স্বীকৃতি শুধু প্রতীকী নয়। নিরাপত্তার প্রয়োজনে যদি ইসরায়েল সোমালিল্যান্ড ব্যবহার করে, তাহলে এটি রেড সি ছাড়াও ইয়েমেন ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে তাদের কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে। একই সঙ্গে প্রভাব বিস্তারের সুযোগ দেবে পুরো আফ্রিকা মহাদেশ জুড়ে।

এদিকে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি। বলেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক সোমালিল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

ইসরায়েলকে তাদের কূটনৈতিক স্বীকৃতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ফিকি। একে সোমালিয়ার সার্বভৌমত্বে সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন তিনি। সোমালিল্যান্ডের স্বীকৃতি দেশ বিভাজনের ষড়যন্ত্র বলেও অভিযোগ করেন। বলেন, আমরা নিশ্চিত তথ্য পেয়েছি যে ইসরায়েলের একটি পরিকল্পনা আছে ফিলিস্তিনীদের স্থানান্তর করার এবং সোমালিল্যান্ডে পাঠানোর।

উল্লেখ্য, ইসরায়েলের এমন হঠকারী পদক্ষেপ সোমালিল্যান্ডকে হর্ন অফ আফ্রিকার নতুন আলোচিত ইস্যুতে পরিণত করেছে, যেখানে ফিলিস্তিনি স্থানান্তর ও ভূ-রাজনৈতিক কৌশল একই কেন্দ্রবিন্দুতে মিলেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft