নোবেল পুরস্কার ঘোষণার পর তা বাতিল, হস্তান্তর কিংবা ভাগাভাগি সম্ভব নয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম

নোবেল পুরস্কার ঘোষণার পর তা বাতিল, হস্তান্তর কিংবা ভাগাভাগি সম্ভব নয় বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট। মার্কিন সংবাদ মাধ্যম- ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের সাথে নিজের নোবেল শান্তি পুরস্কার ভাগাভাগি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। মূলত এরপরেই তার এই মন্তব্যের জবাবে একটি স্পষ্ট বিবৃতি দিয়েছে নোবেল সংস্থা।

যেখানে জানানো হয়, পুরস্কার প্রদানের ক্ষেত্রে সংগঠনের সিদ্ধান্তই হবে চূড়ান্ত এবং স্থায়ী। যা অপরিবর্তনীয়। এমনকি কোনোভাবেই নেই আপিলেরও সুযোগ। এক্ষেত্রে, পুরস্কারপ্রাপ্তদের কর্মকাণ্ড নিয়েও কোনো রকম মন্তব্য করতে পারেনা সংশ্লিষ্ট নোবেল কমিটি।

আরও পড়ুন : ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প

এদিকে, আগামী সপ্তাহে ওয়াশিংটনে মাচাদোর সাথে হতে চলা বৈঠকে তিনি প্রস্তাব করলে তার পুরস্কারটি গ্রহণ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চায় ভেনেজুয়েলা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft