প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ২:৪৭ পিএম

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবার ধরা দিলেন একদমই ভিন্ন ও সাহসী অবতারে। দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ‘বোল্ড’ ছবি শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে।
বৃহস্পতিবার নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন লুকে ধরা দেন মিমি। খোলা চুল, কানে ঝুমকো আর কালো পোশাকে তাঁর আবেদনময়ী চাহনি ভক্তদের নজর কেড়েছে।
ছবির ক্যাপশনে মিমি তাঁর আসন্ন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মুক্তির তারিখ ঘোষণা করে লিখেছেন,ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে আসছি ২৩ জানুয়ারি। এ বছরের প্রথম ছবি আমার। আপনাদের ভালোবাসা চাই।
সাধারণত মিমিকে ‘পাশের বাড়ির মেয়ে’ বা সাধারণ ঘরানার পোশাকেই বেশি দেখা যায়। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী নুসরাত জাহান দীর্ঘদিন ধরে সাহসী পোশাকের জন্য চর্চায় থাকলেও মিমি এই পথে ছিলেন কিছুটা রক্ষণশীল। তবে গত বছর থেকেই নিজেকে নতুনভাবে ভাঙছেন তিনি। নতুন সিনেমায় তাঁর এই ‘বোল্ড’ লুক ভক্তদের মাঝে কৌতূহল বাড়িয়েছে।
অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় এবং নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘উইন্ডোজ প্রোডাকশন’ এর ব্যানারে নির্মিত এই সিনেমাটি মূলত একটি হরর-কমেডি (ভৌতিক-হাস্যরসাত্মক) ঘরানার গল্প। যেখানে মিমির সাথে দেখা যাবে সোহম মজুমদার, বনি সেনগুপ্ত এবং স্বস্তিকা দত্তকে। ২৩ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া এই ছবির মাধ্যমে নতুন বছরে বড় ধামাকা দিতে চলেছেন এই অভিনেত্রী।
জ/ই