গুলিস্তানে বাসের ধাক্কায় বৃদ্ধা নারী নিহত
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২:২৮ পিএম

রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মোড়ে বাসের ধাক্কায় সালেহা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোলাপ শাহ মোড়ে রাস্তা পারাপারের সময় দোহার নবাবগঞ্জ এক্সপ্রেস নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে দুপুর আনুমানিক ১টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন : কক্সবাজারে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের দুই পরীক্ষার্থী আটক

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, নিহত সালেহা বেগম ভাসমান ছিলেন এবং বর্তমানে গোলাপ শাহ মাজারের পাশের এলাকায় বসবাস করতেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft