ইইউ নির্বাচন পর্যবেক্ষণ টিমের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৯:১৯ পিএম

দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন প্রক্রিয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ টিমের সঙ্গে বৈঠক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। শুক্রবার দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে ছিলেন সংস্থাটির চিফ অবজার্ভার ইভারস আইজাবস, পলিটিক্যাল অ্যানালিস্ট মার্সেল নাগি এবং সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট ভিওনিয়া মাদালিনা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি সরকার, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং নারী বিষয়ক সেল সম্পাদক নোভা।

আরও পড়ুন : শেষ দিনে ইসিতে উপচে পড়া ভিড়, ১৩১ প্রার্থীর আপিল

বৈঠকে দেশের সার্বিক ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষভাবে আসন্ন নির্বাচন প্রক্রিয়া এবং জুলাই যুদ্ধের প্রেক্ষাপট ও এর প্রভাব নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় করা হয়।

বৈঠক শেষে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি সরকার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি প্রেসার গ্রুপ হিসেবে অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই মহান ও পবিত্র প্ল্যাটফর্ম কখনোই কোনো একক রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হবে না।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft