এবার সমুদ্র সৈকতে হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১:০৬ পিএম

'নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ' স্লোগান নিয়ে শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিনব্যাপী এই উৎসবের এবারের আসরে চমক হিসেবে থাকছে কক্সবাজারের সমুদ্র সৈকতে সিনেমা দেখার সুযোগ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে লাবণী বিচ পয়েন্টে উৎসবের সিনেমাগুলোর হবে ওপেন এয়ার স্ক্রিনিং। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এবারের উৎসবে ৯১টি দেশের ২৪৫টি সিনেমা প্রদর্শিত হবে।

আরও পড়ুন : এবার সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নাট্যশালার মূল মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তনে সিনেমাগুলো দেখানো হবে। এছাড়া, কক্সবাজারের লাবণী পয়েন্টে 'ওপেন এয়ার স্ক্রিনিং'-এর ব্যবস্থা করা হয়েছে। সব প্রদর্শনীই বিনামূল্যে উপভোগ করা যাবে। আসন সংখ্যা সীমিত থাকায় ‘আগে এলে আগে দেখবেন’ ভিত্তিতে আসন বণ্টন করা হবে।

আরও পড়ুন : ব্লাডি মেরি হিসেবে আসছে প্রিয়াঙ্কা চোপড়া

১০ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে চীনা পরিচালক চেন শিয়াং পরিচালিত 'উ জিন ঝি লু' (দ্য জার্নি টু নো এন্ড)।

১৮ জানুয়ারি একই ভেন্যুতে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী দিনে প্রদর্শিত হবে এবারের সেরা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নান্দনিক   চলচ্চিত্র   মননশীল দর্শক   আলোকিত সমাজ   স্লোগান   কক্সবাজার   সমুদ্র   সৈকত   সিনেমা   বাংলাদেশ ট্যুরিজম বোর্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft