প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম আপডেট: ০৭.০১.২০২৬ ৩:৫৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের মোট ৩৯ টি ভোটকেন্দ্রের ১৪টির ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে ফার্মেসি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, ফিন্যান্স, বায়োকেমেস্ট্রি, দর্শন, চারুকলা, প্রাণিবিদ্যা, মার্কেটিং ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগ।
আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নির্বাচন কমিশন এ ফলাফল প্রকাশ করেন।
প্রকাশিত ফলাফলে, সহ সভাপতি (ভিপি) পদে ছাত্রদল- ছাত্রঅধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ১৬৬৭ ভোট। অন্যদিকে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৪২৪ ভোট। এতে ভিপি পদে ছাত্রদলের প্রার্থী এ কে এম রাকিব ২৪৯ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ১৫৮৭ ভোট। ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। যার ফলে, জিএস পদে শিবিরের প্রার্থী ৭৯৪ ভোটের বড় ব্যবধানে এগিয়ে আছেন।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ১৪৬৬ ভোট। ছাত্রদলের প্রার্থীব বিএম তানজিল রহমান পেয়েছেন ১২৯৭ ভোট। এতে এজিএস পদে শিবিরের প্রার্থী ১৬৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, পর্যায়ক্রমে বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশ করা হবে।