নাটোরে অজ্ঞাত তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১:৫৫ পিএম

নাটোর সদর উপজেলার বড়ভিটা ভেদরার বিল এলাকায় একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে নাটোর পৌরসভার বড়ভিটা বিল এলাকার একটি নির্জন পুকুরপাড়ে এক তরুণীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই আশপাশের মানুষ সেখানে ভিড় জমান। পরে স্থানীয়রা দ্রুত বিষয়টি নাটোর সদর থানায় জানান।

খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন : নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত : মহাপরিচালক

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন ও রক্তের উপস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, কোনো সহিংস ঘটনার জেরে এই মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ ও সময় ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও বলেন, উদ্ধার হওয়া তরুণীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশ ইতোমধ্যেই ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft