সিলেটকে উড়িয়ে চট্টগ্রামের জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চট্টগ্রাম রয়্যালস। আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারানোর পর এবার সিলেট টাইটানসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সাগরপাড়ের দলটি। এই জয়ের মাধ্যমে রাজশাহী ওয়ারিয়র্সকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে চট্টগ্রাম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেট টাইটানসকে ব্যাট করতে পাঠান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে বিপর্যস্ত হয়ে পড়ে সিলেটের ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান করতে পারে দলটি।

সিলেটের হয়ে একমাত্র লড়াই করেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তিনি ৪১ বলে করেন ৪৪ রান। তবে বাকি ব্যাটারদের কেউই ২০ রান ছুঁতে পারেননি।

আরও পড়ুন : ৩ গোলকিপারেও হার এড়াতে পারলো না উগান্ডা

চট্টগ্রামের বোলিংয়ে শেখ মেহেদী হাসান ও মির্জা বেগ নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও আমির জামাল।

১২৭ রানের লক্ষ্য তাড়ায় কোনো চাপই নেয়নি চট্টগ্রাম। দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের ব্যাটে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় দলটি। ওপেনিং জুটিতে আসে ১১৫ রান।

ফিফটি করার পর ৫২ রানে আউট হন নাঈম শেখ। তবে অপর প্রান্তে দৃঢ় ছিলেন অ্যাডাম রসিংটন। তিনি ফিফটি ছুঁয়ে অপরাজিত থাকেন ৭০ রানে। সাদমান ইসলামের সঙ্গে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন তিনি। সাদমান অপরাজিত থাকেন ৭ রানে। ২৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft