তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকামুখী বিএনপি নেতাকর্মীরা
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৯:২৭ এএম

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে বাস, লঞ্চ ও ট্রেনে করে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) থেকে নেতাকর্মীরা রাজধানীতে পৌঁছাতে শুরু করেন। তাছাড়া, আজ বৃহস্পতিবার সকালেও আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিটে টাঙ্গাইল থেকে নেতাকর্মীদের বহনকারী একটি বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তাছাড়া শহর থেকে শতাধিক বাসসহ বিভিন্ন যানবাহনে নেতাকর্মীরা আসছেন। জেলার ১২ উপজেলা থেকে অন্তত ৬০ হাজার নেতাকর্মী ঢাকায় আসছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, জামালপুর থেকেও স্পেশাল ট্রেন ছেড়েছে। আজ ভোরে ছেড়ে আসা ট্রেনটি সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আজ সন্ধ্যা ৭টায় ট্রেনটি ফের জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করবে।

অন্যদিকে, আজ ভোর ৫টায় নেতাকর্মীদের বহনকারী বিশেষ ট্রেন খুলনা ত্যাগ করে। আনন্দ মুখর পরিবেশে শীত উপেক্ষা কোরে ঢাকার উদ্দেশে রওনা দেন নেতাকর্মীরা

এছাড়া, গতকাল থেকে বাস, রেলসহ বিভিন্ন উপায়ে রাজধানীতে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft