মস্কোতে ফের বিস্ফোরণ, দুই পুলিশসহ নিহত ৩
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম

রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কোতে বিস্ফোরণের ঘটনায় পুলিশের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। গাড়িবোমা বিস্ফোরণে এক শীর্ষ সেনা কর্মকর্তা নিহতের একদিন পর এ ঘটনা ঘটলো।

স্থানীয় সময় বুধবারের ঘটনার তদন্তকারীরা জানিয়েছেন, শহরের ইয়েলেতস্কায়া স্ট্রিটে পুলিশের গাড়ির কাছে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পান ট্রাফিকের দুই সদস্য। তারা যখন ওই ব্যক্তির দিকে এগিয়ে যান তখনই বিস্ফোরণ ঘটে। এতে দুই পুলিশ সদস্য গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি নিহত হয়েছেন। 

আরও পড়ুন : হাদি হত্যা: ৭ দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বিক্ষোভ আজ

গত সোমবার একই এলাকায় রাশিয়ান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন। 

তদন্তকারীরা তখন ইঙ্গিত দিয়েছিলেন, হামলার পেছনে ইউক্রেনীয় বিশেষ বাহিনী জড়িত থাকতে পারে। সবশেষ ঘটনার সঙ্গে ওই হামলার সরাসরি যোগসূত্র তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। রুশ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিস্ফোরকসহ বিপজ্জনক অস্ত্রের অবৈধ বাজারে সরবরাহ বেড়েছে। 

বুধবারের ঘটনায় নিহত তৃতীয় ব্যক্তি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বহন করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। টহল দল তার গতিবিধিতে বাধা দেওয়ার পর ডিভাইসটি ইচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়ে থাকতে পারে। তদন্তকারীদের ধারণা, পুলিশের গাড়ির নিচে বোমা পুঁতে রাখার পরিকল্পনার সঙ্গেও এ ঘটনা জড়িত থাকতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft